৯৬
ফেনী প্রতিনিধি :
ফেনীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকায় জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন।
সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাছান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি প্রমুখ।