Home » ফেনীতে ভেজাল মসলাসহ আটক ৩

ফেনীতে ভেজাল মসলাসহ আটক ৩

by আজকের সময়

ফেনী প্রতিনিধি, আজকের সময় :

ফেনীতে রাসায়নিক রং মিশিয়ে ভেজাল মসলা তৈরির অপরাধে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৩ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় রাসায়নিক রং মেশানো ৩৩টি প্লাস্টিকের বস্তায় এক হাজার ৯২ কেজি হলুদ ও ৬২ কেজি শুকনো মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করেন। এসব ভেজাল মসলার গুঁড়া তারা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করতেন।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, ফেনীর তাকিয়া রোডের মেসার্স কাদের ও মেসার্স রিফাতের মসলা ভাঙানো মিলে ভেজাল মসলা বিক্রির উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে শনিবার দিনগত রাতে অভিযানে চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন নারী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা সমেলা বেগম (৩০),নুরজাহান বেগম (৩৫)ও রোকেয়া বেগমকে (৪৫) আটক করে।

র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, উদ্ধার করা ভেজাল মসলাসহ আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর