Home » ফেনীতে বন্যা আশ্রয়ন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরন

ফেনীতে বন্যা আশ্রয়ন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরন

by আজকের সময়

আজকের সময় প্রতিবেদক :

বন্যা কবলিত আশ্রয়নকেন্দ্র রোগীদের হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ এর আয়োজনে ও মানবসেবা সমাজকল্যান সংগঠনের সহযোগিতায় ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত সাড়ে ৪’শ নারী, শিশু ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ মেডিকেল অফিসার হাকিম মো: সাইফুল ইসলাম তালুকদার, এরিয়া ম্যানেজার মো: মাকসুদুর রহমান, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, মানবসেবা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রবিউল আলম মিঠু খান, আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ মিঠু, নয়ন প্রমুখ।

সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়ে চার শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও ঔষধ বিতরন করা হয়।

আরো খবর