Home » ফেনীতে অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধার

ফেনীতে অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধার

by আজকের সময়

নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :

শেখ হাসিনার পদত্যাগের পর ফেনীর ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ফেনী পৌরসভা থেকে লুট হওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গত তিন ধরে এসব উদ্ধার কার্যক্রম চলমান আছে। বাকি মালামাল ফেরত দিতে রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, অভিযানে ২টি অস্ত্র ও থানা পুকুর থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তুজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুনে ক্ষতিগ্রস্ত অস্ত্রের ৪টি অংশ, একটি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসার ও ভিডিপির সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রগুলো বর্তমানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হেফাজতে রয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, অভিযানে তিনটি মনিটর, তিনটি কি-বোর্ড, একটি সিপিউ, ৫০টি প্লাস্টিকের চেয়ার, ৮টি কাঠের চেয়ার, ৯টি আলমারি, ৪টি রিপাবলিক চেয়ার, ৩টি ফ্যান, একটি টিভি, ২টি ফ্রিজ, তিনটি টেবিল, একটি এসি, ৩টি কেবিনেট, একটি স্ক্যানার, ২টি প্রিন্টার ও শহীদ মিনারের দুইটি গেট উদ্ধার করা হয়েছে। পৌর এলাকাগুলোতে গিয়ে যুবদল-ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব জিনিসপত্র উদ্ধার করেন।

অস্ত্র ও মালামাল উদ্ধারের বিষয়টি জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দিন ও ফেনী পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ হানিফ নিশ্চিত করেন।

আরো খবর