দাগনভূঞা প্রতিনিধি :
জাতীয় শোক দিবসে দাগনভূঞা ডায়াবেটিক সমিতি প্রায় ২০০ রুগীকে ফ্রি ব্যবস্থাপত্র, ডায়াবেটিস বই, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরনের মাধ্যমে দাগনভূঞা ফেনী রোডের সুলতান মনি টাওয়ার, আশ্রাফুল উলুম মাদ্রসার পূর্ব পাশে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা শুরু করে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহী, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হীরো, মোঃ তৌহিদুর রহমান।
দাগনভূঞা ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, ডায়াবেটিক সহ স্বল্প মূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।