Home » দাগনভূঞা আয়েশা জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা

দাগনভূঞা আয়েশা জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা

by aadmin

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা ফাজিলের ঘাট রোড় এলাকায় আয়েশা জেনারেল হাসাপাতালে নানা অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন এই অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, হাসপাতালটিতে নানা অনিয়মের অভিযোগ ছিল। অভিযানে তার সত্যতা পাওয়া গেছে। কলি নামক একজন রেজিস্ট্রার্ড নার্স না হয়েও সেলাই করার অভিযোগ রয়েছে। এছাড়াও হাসপাতালের ল্যাবের ফ্রিজে রক্তের ব্যাগ ও ইনসুলিন একসাথে পাওয়া যায়। ভোক্তা অধিকার আইনে হাসপাতালকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো খবর