Home » থাইল্যান্ড এম্বাসেডরের সাথে সৌজন্যে সাক্ষাত

থাইল্যান্ড এম্বাসেডরের সাথে সৌজন্যে সাক্ষাত

by আজকের সময়

আজকের সময় ডেস্ক :

৮ ন‌ভেম্বর ২০২৪ থাইল‌্যান্ডে অব‌স্থিত বাংলা‌দেশ এম্বা‌সি‌তে এম্বা‌সেডর জনাব ফায়াজ মুর‌শিদ কাজী এর সা‌থে টেক সা‌পোর্ট ইন্টারন‌্যাশনা‌ল এর ব‌্যবস্থাপনা অং‌শিদার নূর শাহ মোহাম্মদ আজাদ এক সৌজন‌্য সাক্ষা‌তে  মি‌লিত হয়। এই সময় উপ‌স্থিত ছি‌লেন ডিপু‌টি সে‌ক্রেটা‌রি কন্সুলার (লেবার) জনাব মোঃ ফাহাদ পার‌ভেজ বোসু‌নিয়া, এন.এল ওভারসীজ লি‌মি‌টেড এর ব‌্যাবস্থাপনা প‌রিচালক জনাব সাখাওয়াত হো‌সেন ফুয়াদ, এয়ার বি‌ডি স্টার এক্স‌প্রেস এর প্রোপ্রাইটর শাহ ইমরান।

জনাব ফায়াজ মুর‌শিদ কাজী ম‌হোদ‌য়ের সা‌থে ক‌ম্বো‌ডিয়া ও থাইল‌্যান্ড শ্রমিক প্রেরণসহ ন‌ানা বিষ‌য়ে আলোচনা হয় ।

তিনি জানান, বাংলা‌দেশ দূতাব‌াস থে‌কে দুই দে‌শের সা‌থে শ্রমিক প্রেরণ নি‌য়ে আলোচন চলমান র‌য়ে‌ছে।

আরো খবর