Home » শিক্ষা ও সমাজসেবায় একরামুল হকের এফবিএম সম্মাননা লাভ

শিক্ষা ও সমাজসেবায় একরামুল হকের এফবিএম সম্মাননা লাভ

by আজকের সময়
দাগনভূঞা প্রতিনিধি :
ভালোর সঙ্গে আলোর পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে এফবিএম ফাউন্ডেশনের আয়োজনে আলোচিত সভায় বর্ষসেরা সদস্যকে বুধবার বিকেলে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে এফবিএম সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইফতেখার উদ্দিন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আহসান উল্যাহ, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, আবদুল আজিজ সায়েম প্রমুখ।
প্রতিবছর বিভিন্ন সামাজিক কার্যক্রমের উপর একজনকে বর্ষসেরা সম্মাননা প্রদান করা হবে বলে জানান ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

আরো খবর