স্টাফ রিপোর্টার, আজকের সময় :
দক্ষযুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট-) তৃতীয় পর্যায় ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণে বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো:ফরহাদ আলম খান এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আল নূর সহকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জাফর, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা আক্তার, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মো: রেজাউল বারি ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বায়োগ্যাসের বিভিন্ন প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।