Home »  ইয়াকুবপুর প্রবাসী ফোরামের মানবিক অনুদান হস্তান্তর 

 ইয়াকুবপুর প্রবাসী ফোরামের মানবিক অনুদান হস্তান্তর 

by aadmin
ফেনী প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের উদ্যোগে উত্তর চন্ডিপুরে অসুস্থ মো: খোকন কে মানবিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইয়াকুব পুর প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আবুল ফোরকান বুলবুল।
ফোরামের সভাপতি মোহাম্মদ শহিদ উল্যাহর সভাপতিত্বে ও দেশীয় প্রতিনিধি শাহজাহান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন দুলু, ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, সাধারণ সম্পাদক একরামুল হক, মাষ্টার কামাল উদ্দিন, বীমা কর্মকর্তা ইস্কান্দার শাহজাদা বাবু, মো: ইউছুপ, ইয়াকুব রকি, কামরুল হাসান রিজভী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ অসুস্থ মো: খোকনকে হার্টের অসুস্থতার চিকিৎসার জন্য অর্ধ লক্ষ টাকা হস্তান্তর করেন।

আরো খবর