Home » আজীবন ফরিদপুর-১ আসনের জনগনের পাশে থাকার অঙ্গীকার আরিফুর রহমান দোলনের

আজীবন ফরিদপুর-১ আসনের জনগনের পাশে থাকার অঙ্গীকার আরিফুর রহমান দোলনের

by আজকের সময়

নিজস্ব প্রতিবেদক : 
‘মানুষের কাছে, মানুষের পাশে’ এই স্লোগান নিয়ে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার রেখেছেন এখানকার মাটি ও মানুষের জনপ্রিয় নেতা আরিফুর রহমান দোলন।
কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন সংবাদপত্র ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক দোলন।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেজীডাঙ্গা এলাকায় সোমবার বেলা ১২টার দিকে এক পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
দোলন বলেন, ‘‘আমি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা তথা ফরিদপুর-১ আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য, এই অঞ্চলের মানুষের সম্মান বৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। আমার স্লোগান হচ্ছে, ‘মানুষের কাছে, মানুষের পাশে’। শুধু কথায় নয়, বাস্তবিক অর্থেই আমি এই চেতনা নিয়ে ফরিদপুরর এই তিন উপজেলার উন্নয়নে আজীবন কাজ করে যাবো। ইনশাল্লাহ।’
কামারগ্রামে সরকারি অর্থায়নে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি হয়েছে। বেকার যুবাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ভূমিকার রাখার পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে এই টিটিসি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি গড়ে তুলতে নিরলস কাজ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি দোলন।
তিনি বলেন, ‘কামারগ্রামে এই টিটিসি আমাদের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানে বিরাট ভূমিকা রাখবে। সেখানে ভালো ড্রাইভার তৈরি হবে। ভালো রাজমিস্ত্রী তৈরি হবে। ভালো টেকনিশিয়ান তৈরি হবে। আমাদের অনেকের ঘরেই এখন এসি টেলিভিশন ফ্রিজ আছে। কিন্তু ভালো মিস্ত্রী নেই, সেই মিস্ত্রী তৈরি হবে। এতে আমাদের এই অঞ্চলে অনেক দক্ষ জনবল তৈরি হবে।’
‘এই যে টিটিসি হলো, কে করেছেন? প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে। আমি শুধু টিটিসি এখানে যেন হয়, সেই চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

ফরিদপুর-১ আসনের উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে এবং সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করে সর্বাত্মক তার নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টার বিষয়টি তুলে ধরেন ঐতিহ্যবাহী কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন।
কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় এ সহ-সভাপতি বলেন, ‘তবে একজন ব্যক্তির একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এর জন্য দরকার হয় ক্ষমতার। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানান তাহলে আমি ব্যক্তিগত ও সরকারিভাবে অনেক কিছুই করতে পারবো।’
ফরিদপুর-১ তথা বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। নানামুখি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ এই আসনে তিনি ব্যাপক জনপ্রিয়।
পথসভায় উপস্থিতিদের উদ্দেশে দোলন বলেন, ‘আমি আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।’

এসময় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান (মাসুদ মাষ্টার)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর