Home » আইনজীবী আশিকুর রহমানকে নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

আইনজীবী আশিকুর রহমানকে নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

by aadmin

ফেনী প্রতিনিধি :

ফেনীতে প্রগতিশীল আইনজীবী পরিষদ ফেণীর উদ্যেগে ময়মনসিংহে এড, আশিকুর রহমানকে বর্বোচিত নির্যাতনে প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে প্রগতিশীল আইনজীবী পরিষদ ফেণীর আহ্বায়ক এড, সমির চন্দ্র কর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড, সামসুদ্দিন মজুমদার এর সঞ্চালনায় মানববন্ধনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, আবুল বশর চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এড, আবদুস ছাত্তার ,এড নুরুল আফছার চৌধুরী মুকুল, এড সৈয়দ আবুল হোসেন, এড শহীদুল ইসলাম সেলিম ও আইয়ুব আলী মিলন প্রমুখ।

সভায় বক্তারা ডিআইজি এনামুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, তাকে শুধু বরখাস্ত নয, চাকুরী থেকে বিতাড়িত করতে হবে। বক্তারা পুলিশী নির্যাতন বন্ধসহ ঘুষ দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

আরো খবর