১৬৮
ওই শিক্ষার্থীর নাম শ্রাবণ সাঁওতাল রাজ (২৩)। তিনি স্থানীয় একটি কলেজে স্নাতকের ছাত্র। শ্রাবণের দেওয়া একটি ফেসবুক পোস্ট গতকাল রোববার ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে রাতে পুলিশ শ্রাবণকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রাবণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কবীর বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। তাঁর মন্তব্যে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনার মুখে তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করে বিজেপি।
(আজকের সময়/আইআই/জুন ১৩, ২০২২)