আজকের সময় ডেস্ক: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকার মিজানুর রহমানের (৩৬) দুই মাসের সাজা প্রদান করে আদালত। উক্ত সাজা এড়াতে সেই থেকে নয় বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ২০১১ সালে উপজেলার মনগাজী বাজারের এক ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৩ সালে মিজানকে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ফেনীর আদালত। এর পর থেকে তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, পুলিশ মিজানকে গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ব্যর্থ হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার রাতে তিনি বাড়ি আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
(আজকের সময়/এসএইচ/মে ৩০, ২০২২)