Home » সেনবাগে পরিত্যক্ত শপিং ব্যাগে পাইপগান-কার্তুজ  

সেনবাগে পরিত্যক্ত শপিং ব্যাগে পাইপগান-কার্তুজ  

by aadmin
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ 3 অবস্থায় শপিং ব্যাগে মিলল ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের পাটোয়ারী  বিষয়টি নিশ্চিত করেন, জানায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়ার পুর গ্রামের মেহেরাজের দধি দোকানের পূর্ব পাশের রেইনট্রি গাছে নিচে একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর