Home » লেমুয়া মধ্যম চাঁদপুরে লক্ষীগোবিন্দ সেবাশ্রমে নাট মন্দির উদ্বোধন

লেমুয়া মধ্যম চাঁদপুরে লক্ষীগোবিন্দ সেবাশ্রমে নাট মন্দির উদ্বোধন

by aadmin

দীপঙ্কর শীল:

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড় মধ্যম চাঁদপুর গ্রামের লক্ষীগোবিন্দ সেবাশ্রম নাট মন্দির উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধায় প্রধান অতিথি নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল, বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সাধারন অনিল নাথ, মাস্টার রত্নেশ্বর দাশ, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাবেক সভাপতি শেখ আবদু শুক্কুর মানিক, ইউপি সদস্য জুলফিকার আলী, মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবির কর্মকার, সাধারন সম্পাদক শংকর চন্দ্র শীল, উৎসব কমিটির সভাপতি পরেশ নাগ, বাবুল শীল সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন মন্দির চলাচলের রাস্তা উন্নয়ন ও শৌচাগার নিম্মান হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শতাধিক ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরো খবর