Home » রফিক উল্যার মানবাধিকার সনদ লাভ

রফিক উল্যার মানবাধিকার সনদ লাভ

by aadmin

দাগনভূঞা প্রতিনিধি :

দাগভূঞা আহমদিয়া এতিমখানা মাদ্রাসার সহকারি শিক্ষক রফিক উল্যাহ স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজে অবদান রাখায় আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কর্তৃক সম্মাননা সনদ লাভ করেছেন।

রোববার সকালে সংস্থার ঢাকা অফিস থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। তিনি দাগভূঞা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার এ কৃতিত্বে শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন।

আরো খবর