২০৪
‘বিজয়ের ফল্গুধারা’
মুবতাসিম আহ্সান ইনান
৭-ই মার্চের সেই জ্বালাময়ী ভাষণ,
কোটি জনতার চেতনায় করেছে অগ্নিবর্ষণ!
২৫-শের ওই আঁধারতম রাত,
জন্ম দিয়েছে কতোই না অশ্রুপাত!
সেই কালরাত্রিতেই অশ্রুসিক্ত হৃদয় হতে এলো স্বাধীনতার অদম্য ঘোষণা,
এর গভীরেই লুকিয়ে ছিল বাঙালি জাতির হাজার বছরের বাসনা!
মুক্তির জন্য যুদ্ধে বাংলা মায়ের দামাল ছেলেরা করেছে আত্মদান,
এই ধন্য জাতি কখনো যেন না ভুলে সূর্যসন্তানদের দিতে প্রতিদান!
দীর্ঘ ৯ মাস ঝরিয়েছে যাঁরা এক নদী রক্ত,
শহীদ হয়ে মাতৃভূমিকে করেছে তাঁরা শত্রুমুক্ত!
৭১ – এ লাখো শহীদের বিনিময়ে পেয়েছি আমরা মহান স্বাধীনতার বিজয়,
৫০ বছর ধরে আমরা এগিয়ে চলেছি করতে বিশ্বজয়!!!
রচয়িতা: মুবতাসিম আহ্সান ইনান
সময়কাল: ২০২১, স্থান: ইলাশপুর, ফেনী।
শিক্ষার্থী: ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (এসএসসি: ২০২২)