এটিএম আতিকুল ইসলাম বাদল, দাগনভূঞা, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার ইয়াকবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের মানবিক অনুদান হস্তান্তর রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশীয় প্রতিনিধি ও তরুণ স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় একজন অসুস্থ ব্যক্তি আর্থিক অনুদান ও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
জুলাই ৮, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডাঃ শওকত আল ইমরান (ইমরোজ) ঐতিহ্যবাহী কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের নতুন ম্যানিজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া সানরাইজ ফাউন্ডেশন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন, এফ টিভি দর্শক ফোরাম, বৃহত্তর নোয়াখালী ফোরাম ও আজকের সময় পাঠক ফোরাম নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী দুধমুখা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমাজসেবক শিক্ষানুরাগী শহীদ উল্যাহ। বিদ্যালয়ের নতুন ম্যানিজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া শহীদ উল্যাহ সরকার অনুমোদিত ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।