দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা উপজেলার বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইফতেখার উদ্দিন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম হোসেন, ফেনী সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, বিজয়পুর মাদ্রাসা প্রধান আমিরুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে ২০২৪ সালের এফবিএম পদক প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ব্রাশ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
জুলাই ১, ২০২৪
২ জুলাই দাগনভূঞার বরেণ্য রাজনীতিবিদ আব্দুল আজিজ এর সপ্তম মৃত্যুবার্ষিকী
আজকের সময় রিপোর্ট :
বরেণ্য রাজনীতিবিদ দাগনভূঞার কৃতিসন্তান মরহুম আব্দুল আজিজ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও ফেনীর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়া আগামী শুক্রবার বাদ জুমা ঢাকা, ফেনী, দাগনভূঁইয়া, গাজীপুর ও মরহুমের নিজ গ্রাম উদরাজপুর চাঁদপুর বারাই পুকুর জামে মসজিদসহ দাগনভূঞা ও ঢাকা বিভিন্ন মসজিদে মহরমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মহুরম আব্দুল আজিজ একজন সমাজ দরদী ও পরোপকারী সাদা মনের মানুষ ছিলেন। ২০১৭ সালের ২ জুলাই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি বহু নেতাকর্মীদের সমস্যা সমাধান ও হানাহানির মতো রক্ক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনাময় সমাধান করেছেন। তিনি একটি কথা বললে যে কোন দলীয় কর্মীরা পালন করতেন অনায়াসে। রাজনৈতিক পরিচয় ছাড়াও ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ হিসেবে জানতেন প্রবীণ ও নবীন ব্যক্তিগন। মরহুমের বড় ছেলে আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক ও স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু জানান, আমার মহুরম পিতা নামে গঠিত আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।
আপনারা সকলে আমার পিতার জন্য দোয়া করবেন।
যেন মহান রাব্বুল আলামীন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন