Ajker somoy Desk Report :
মুক্তিযুদ্ধের সন্মুখ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমেরিকার ইলিনয়স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, বাকের আহমদ ছিদ্দিকী আমেরিকার শিকাগোতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৪শে অক্টোবর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ২৫শে অক্টোবর, বুধবার বাদ যোহর নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হয়।
ফেনীর দাগুনভুইয়ার কৃতি সন্তান ড, বাকের আহমদ ছিদ্দিকী ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভারতের ত্রিপুরার হরিণা মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তানদুয়া দেরাদুন মিলিটারি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে পার্বত্য চট্টগ্রামের ফ্রন্টে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন বিএলএফ বা মুজিব বাহিনীর সদস্য হিসেবে। চট্টগ্রামের মরহুম এ,বি,এম মহিউদ্দীন চৌধুরী ছিলেন ঐ বাহীনির কমান্ডার। বিজয়ের মাসে পার্বত্য চট্টগ্রাম মুক্ত করে বীরের বেশে ফিরে আসেন।
স্কুল জীবন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলে, ছাত্র জীবন থেকে উনি খুবই মেধাবী ছিলেন, স্বাধীনতার পর চট্টগ্রামে স্কুল ও কলেজ জীবন শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইকোনোমিকস এ অনার্স পাশ করে কিছুদিন সেখানে শিক্ষাগতা করে উচ্চ শিক্ষার জন্য কানাডা যান এবং ১৯৮৭ সাল থেকে অবসরের পূর্ব পর্যন্ত উনি আমেরিকার ইলিনয়স ইউনিভার্সিটির ইকোনোমিকস ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন। এই দেশপ্রেমিক আজ পর্যন্ত সরকারের মুক্তিযুদ্ধের কোটা বা ভাতার কোন সুযোগ সুবিধা নেননি।
উনার দু’ ছেলে, দু’ মেয়ে। তারা সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করে বিয়ে করে বর্তমানে আমেরিকাতেই কর্মরত। তিনি ৬০ দশকের ছাত্রনেতা, ডাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি ড. ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ও সাবেক অর্থ মন্ত্রীর সাইদ উজ্জামান এর ছোট ভগ্নীপতি। পিতা মওলানা ছিদ্দিকুর রহমানের ৭তম সন্তান। তিনি প্রতি বছরই দেশে এসে কয়েক মাস থেকে ফিরে যেতেন।