Home » বিশ্ব শিক্ষক দিবসে এফবিএম ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা

বিশ্ব শিক্ষক দিবসে এফবিএম ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা

by আজকের সময়

আজকের সময় রিপোর্ট :
সহকারি শিক্ষক মু. আবদুল্লাহ নয়ন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ায় ফারুক ভূঞা মেমোরিয়াল (এফবিএম) ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে থানারহাট প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেডমাস্টার ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজ, ইন্টার্নি চিকিৎসক আবদুস সবুর, সুফফা গার্লস মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, বামনী বাজার জামে মসজিদের ইমাম রাফি উদ্দিন রাফি, সুফফা মডেল মাদ্রাসার সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, মাষ্টার কাজল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আবদুল আজিজ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।

আরো খবর