আজকের সময়, মালয়েশিয়া :
মালয়েশিয়ায় অবস্থারত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সকল স
স্যদের উপস্থিতিতে এক সাধারন সভা বৃহস্পতিবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন । এবং চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু । পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং ফেনীর দাগনভুঞার সন্তান বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি ও মালয়েশিয়াস্থ ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪),সহ- সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ- সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ- সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ন- সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই) । কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) বশির ইবনে জাফর (ঢাকা টাইমস ) ।