আলাউদ্দিন সবুজ, ফেনী, আজকের সময় :
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন কর্তৃক ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দুর্গতদের পুনর্বাসন খাতে প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে ১৫০ পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়.১৪ ই সেপ্টেম্বর রোজ শনিবার ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর. অশ্বদিয়া. রুহিতিয়া মধ্যম সোনাপুর এবং সোনাপুর গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।
সৈয়দ মোহাম্মদ আরিফ সাংবাদিকদের আরো জানান পর্যায়ক্রমে তারা আরও সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন.তারা বাংলাদেশের বন্যা দুর্গত জেলায় গুলোতে কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন মানুষের সেবা করাই সবচেয়ে উত্তম কাজ। মানুষের সেবার মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া সম্ভব।
সাজ্জাদুর রহমান তার বক্তব্যে বলেন মানুষ মানুষের তরে. মানুষকে মানবিক কাজ করতে হয়। মোঃ আসলাম তার বক্তব্যে বলেন মানব সেবাই বড় ধর্ম। মোহাম্মদ আলী আকবর তার বক্তব্যে বলেন মানুষের সেবা সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই. প্রত্যেক বক্তাই মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানবিক কাজে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান.সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিষদের জনাব আখিরুল আলম বাবুল.মোহাম্মদ মানিক. মোহাম্মদ কচি.মোহাম্মদ মিনার. মোহাম্মদ রনি. মুরাদ মেম্বার প্রমুখ।