সংবাদ বিজ্ঞপ্তি, আজকের সময় :
দেশের স্বনামধন্য এইচআর মিডিয়া লিমিটেডের দৈনিক আমার সংবাদ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ইউসুফ আলী। রোববার (১৪ মে ) এ তথ্য নিশ্চিত করেন ডিএফপি’র শীর্ষ ৮ এ থাকা পত্রিকাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো: আমজাদ হোসেন (জমিদার)। একই গ্রুপের দ্যা ডেইলি পোস্ট পত্রিকারও ফেনী জেলা প্রতিনিধি হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছেন ইউসুফ আলী। তারই ধারাবাহিকতায় গত ১০মে (বুধবার) পত্রিকাটির প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ শেষে সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি নিউজ টুডে’র ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার আগে বেসরকারি টেলিভিশন চ্যনেল মোহনা টিভি, জাতীয় দৈনিক আজকালের খবর এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক অধিকার পত্রিকার নোয়াখালী,লক্ষ্মীপুর, চাঁদপুর,কুমিল্লা ও ফেনী ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্থানীয় দৈনিক নয়া পয়গাম এর নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক নির্ভীক এর প্রথমে নির্বাহী ও পরে ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শমসেরনগর এর নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক ফেনী খবর এর নির্বাহী সম্পাদক পদেও সফলতার সঙ্গে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টিসহ ফেনীর আলোচিত নুসরাত হত্যার ঘটনায় ‘ফেনীতে নানা অপরাধের অন্তরালে পুলিশের শক্তিশালী সিন্ডিকেট’ শিরোনামে ২০১৯ সালের ২৩ এপ্রিল দৈনিক অধিকার এ একটি তথ্য বহুল সংবাদ প্রকাশের জের ধরে জেলার তৎকালীন এসপি জাহাঙ্গীর আলম সরকারের আক্রোশের শিকার হন তিনি। ফেনী ছাড়ার আগে জেলার বিভিন্ন থানায় ২০১৪-২০১৮ সালে দায়েরকৃত প্রায় দুই ডজন গায়েবী মামলার চার্জসীটে তাঁর নাম অন্তর্ভুক্ত করে ফাঁসিয়ে যান ওই এসপি।মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এখনও ফেনীতে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন এস এম ইউসুফ আলী। ওইসব মামলায় একটি তারিখ উপস্থিত থাকাতে না পারায় সম্প্রতি গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে নির্ধারিত সময়ের পরে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তিনি প্রায় ২০ ঘন্টা কারাগারে থাকতে হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি এনিয়ে টকশো করে এবং জাতীয় প্রথম সারির ও স্থানীয় প্রায় সব কয়টি গণমাধ্যম শক্ত অবস্থান গ্রহণ করেন। জেলায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দেশব্যাপী নিন্দার ঝড় তুলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সহকর্মীসহ সংশ্লিষ্ট সকালের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত,২০০১ সালে ম্যাস-লাইন মিডিয়া(এমএমসি)’র প্রশিক্ষণ নিয়ে ওই সময় সংস্থাটির লোকসংবাদ ও জাতীয় দৈনিক দেশবাংলা পত্রিকার মাধ্যমে এস এম ইউসুফ আলী সাংবাদিকতা শুরু করেন।তিনি বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট (পিআইবি)’র একাধিক প্রশিক্ষণ গ্রহণ ও ২০২০ সালে ফেনী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।