দাগনভূঞা প্রতিনিধি :
সামাজিক সংগঠন মোস্তফা আলী আকবর (রহ:) মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে দাগনভূঞার আলহাজ্ব শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা হারুন মোস্তফা আল রশিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কামালের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য মো: আবদুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক দূর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জুলফিকার আলম প্রমুখ।
মোস্তফা আলী আকবর (রহ:) মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন শিক্ষার্থীর পুরো বছরে পড়াশোনার দায়িত্ব নেয়া হয়। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন।