দাগনভূঞা প্রতিনিধি :
যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সানরাইজ ফাউন্ডেশন ও নব উত্তরণ খেলাঘর আসরের সহযোগিতায় সপ্তাহব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারে গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সাইফ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা।
সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেনের সঞ্চালনায় ও নব উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার রুবেল, দাগনভূঞা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রশিক্ষক শাহাদাত হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা পুলক চন্দ্র প্রমুখ।