Home » চাপরাশিরহাটে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাপরাশিরহাটে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

by আজকের সময়

আবদুর রহমান জাহাঙ্গীর, কবিরহাট (নোয়াখালী) :

নোয়াখালীর কবিরহাট উপজেলার
চাপরাশিরহাট বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত পেঁয়াজের দাম কয়েক ঘন্টার ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা বৃদ্ধি করায় ১৬ হাজার টাকা ও অপর এক পশুখাদ্য দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। কোন কারণ ছাড়াই চাপরাশিরহাট বাজারের ব্যবসায়ীরা আশি থেকে একশো টাকা বৃদ্ধি করে প্রতি কেজি পেঁয়াজ। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) অমৃত দেব নাথ বলেন, গতকাল একশত টাকা করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল, বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী ১৫০ থেকে ২০০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি করছিল।

খবর পেয়ে শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাপরাশিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ।

পেঁয়াজের দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেশি নেওয়ার অপরাধে মিতালি ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা ও অন্য তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মৎস্য ও পশু খাদ্য আইন এবং ভোক্তা অধিকার আইনে অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও খাদ্য তালিকা না থাকায় একটি পশু খাদ্য প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা সহ উক্ত অভিযানে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামীতে ও বিভিন্ন বাজার মনিটরিং করা হবে বলে জানান
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ।
অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি দোকান বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা। অভিযানে কবিরহাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরো খবর