নিজস্ব প্রতিনিধি, আজকের সময় :
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর লালমাই কুমিল্লায় বৃহস্পতিবার সাইবার ক্রাইম সাইবার অপরাধ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে লালমাই উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও স্থানীয় যুবকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ৬০ জন কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার এহসান মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (R M O) লালমাই মহিলা কলেজ এর অধ্যক্ষ, বাগমারা বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালমাই উপজেলা সমন্বয়ক বৃন্দ