১৭৪
আজকের সময় রিপোর্ট : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় মাসিক নোয়াখালী ওয়েব (রেজি: নং- ডিএ ৬০৭৩) পত্রিকার সম্পাদক হিসেবে এম শরীফ ভূঞার যোগদান। গতকাল সকালে ঢাকাস্থ পল্টন চায়না টাউনে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে প্রকাশক খালেদ সাইফুল্লাহ লিখিত নিয়োগপত্র তুলে দেন।
সাংবাদিক এম শরীফ ভূঞা দীর্ঘ এক যুগের বেশি সময় লেখালেখির সাথে সম্পৃক্ত। এর আগে তিনি সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া ও শমসের নগরের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক ঢাকা টাইমস জেলা প্রতিনিধি, দৈনিক সমসাময়িক প্রতিদিন নির্বাহী সম্পাদক ও আজকের সময় পত্রিকার সম্পাদনা করছেন।
পেশাগত কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।