আজকের সময় রিপোর্ট :
ফেনীর দাগনভূঞা উপজেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ‘ইয়াকুবপুর প্রবাসী ফোরাম’র ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটিতে প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, সমন্বয়ক পদে এনামুল কবিরে রুবেল, এমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন, শেখ রাসেল। এছাড়া প্রধান উপদেষ্টা পদে আবুল ফোরকান বুলবুল চেয়ারম্যান ও সভাপতি পদে মোঃ শহিদ উল্যাহ এবং একরামুল হক’কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সোমবার রাতে ইয়াকুবপুর ইউপি কার্যালয় মিলনায়তনে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। ফোরামের সভাপতি শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূইয়া উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা ও ফোরামের উপদেষ্টা আলী আকবর শাহীন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি।
ফোরামের দেশীয় সমন্বয়ক মাস্টার সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, সদস্য জয়নাল আবেদীন, ফোরামের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব চক্রবর্তি, দেশীয় সমন্বয়ক শ.ম. সাজু, ইস্কান্দার শাহজাদা বাবু, আব্দুল হাকিম বাবলু ও প্রমুখ।
ইয়াকুব পুর প্রবাসী ফোরামের গত তিন বছর যাবৎ মানব কল্যানে, অসহায় হতদরিদ্র, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা সহ আত্ব মানবতার সেবা খাতে এক কোটি টাকা দান অনুদান দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে ।