Home » আলাউদ্দিন লিংকনের মেয়ে সুভাতের শুভ জন্মদিন

আলাউদ্দিন লিংকনের মেয়ে সুভাতের শুভ জন্মদিন

by আজকের সময়

আজকের সময় প্রতিবেদক :

দৈনিক আলোকিত নোয়াখালী ও দৈনিক নোয়াখালীর ওয়েব এবং সাপ্তাহিক বাংলার বিজয় ও সাপ্তাহিক গণবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকনের ছোট মেয়ে আতিকা বিন্তে আলাউদ্দিন (সুভাতের)ষষ্ঠ তম শুভ জন্মদিন পালিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তার বাসায় বাবা মোঃ আলাউদ্দিন লিংকন ও মাতা সাহিদা আক্তার পরিবারের সদস্যদের ও আত্নীয় স্বজন প্রতিবেশী সহ অনেকের সাথে শুভ জন্মদিনের কেক কাটা হয়।

আরো খবর