Home » দাগনভূঞা প্রবাসী ফোরামের অনুদান হস্তান্তর ও অফিস উদ্বোধন

দাগনভূঞা প্রবাসী ফোরামের অনুদান হস্তান্তর ও অফিস উদ্বোধন

by ajkersomoy

দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :

দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহর ফাজিলের ঘাট রোড়স্থ নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবিক সহায়তার ধারাবাহিক অংশ হিসেবে দুঃস্থদের সাহায্যোর্থে ১ লাখ ৭৩ হাজার ৬শ ৮০ টাকা চার জনের মাঝে অনুদান হস্তান্তর করা হয়েছে।

দাগনভূঞা প্রবাসী ফোরাম এর স্থানীয় কমিটির সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইউছুপ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মিহির মাহবুব। আমন্ত্রিত অতিথি ছিলেন উপদেষ্টা রফিক উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুল হামিদ, স্থানীয় কমিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আজাদ মালদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রিন্স মাহমুদ আজিম প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিমুল পাটোয়ারী ও আবদুর রশিদ।

অনুষ্ঠানে স্থানীয় কমিটির নেতৃবৃন্দগন, সুবিধাভোগী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেড় কোটি টাকার অধিক মানবিক সহায়তা করেছেন প্রবাসীদের সার্বিক সহযোগিতায়। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আরো খবর