দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের সন্তান আকতার হোসেন (বাহার) আবারও প্রমাণ করলেন, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে বিশ্বমঞ্চে স্থান করে নেওয়া সম্ভব। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হিসাববিজ্ঞান সংস্থা Association of Chartered Certified Accountants (ACCA) থেকে তিনি অর্জন করেছেন Fellow Chartered Certified Accountant (FCCA) মর্যাদা — যা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে কেবলমাত্র নির্বাচিত পেশাজীবীদের প্রদান করা হয়।
আকতার ২০২০ সালে ACCA সদস্যপদ লাভ করেন। দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের প্রমাণ দেওয়ার পর এবার তিনি অর্জন করলেন FCCA মর্যাদা, যা প্রমাণ করে যে তিনি আন্তর্জাতিক হিসাববিজ্ঞানে সর্বোচ্চ মানে পৌঁছেছেন।
আকতার হোসেন (বাহার) হলেন ওয়ার্ড ৪, জগতপুর গ্রামের মো. ইমাম হোসেন ও মোনোয়ারা বেগমের ছেলে। তিনি দাগনভূঞা একাডেমি থেকে পড়াশোনা শুরু করেন, ২০০৪ সালে এসএসসি এবং ২০০৬ সালে এইচএসসি পাশ করেন ঢাকা কমার্স কলেজ থেকে। ২০০৮ সালে তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। সেখানে তিনি ২০১৪ সালে সকল ACCA পরীক্ষা সম্পন্ন করেন এবং ২০২০ সালে সদস্যপদ লাভ করেন। পেশাগত অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি এখন FCCA অর্জন করেছেন।
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (ACCA) ১৯০৪ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ রাজপরিবারের রয়্যাল চার্টার প্রাপ্ত। এটি বিশ্বের সবচেয়ে বড় পেশাগত হিসাববিজ্ঞান সংস্থা, যার কার্যক্রম চলছে ১৭৯টি দেশে। এই যোগ্যতা অর্জনকারীরা বিশ্বব্যাপী পেশাদার হিসাববিদ হিসেবে কাজ করতে পারেন।
নিজের অর্জন নিয়ে আকতার হোসেন (বাহার) বলেন,
“আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, আমার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতার কারণেই আজ এই অবস্থানে আসা সম্ভব হয়েছে। FCCA শুধু একটি সম্মান নয়, এটি আমার দেশের জন্য আরও বড় অবদান রাখার দায়িত্বও।”
বর্তমানে আকতার কাজ করছেন বিশ্বের শীর্ষস্থানীয় “বিগ ফোর” আন্তর্জাতিক অডিট ও পরামর্শক প্রতিষ্ঠানগুলোর একটিতে। সেখানে তার মূল দায়িত্ব হলো বিভিন্ন ব্যবসা বিশ্লেষণ করা, ঝুঁকি চিহ্নিত করা, তার প্রভাব বোঝা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান প্রদান করা, যাতে প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সফলভাবে এগিয়ে যেতে পারে।
নিজ এলাকার মানুষ স্নেহভরে তাকে ডাকে “লন্ডনী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট”, কারণ তিনি লন্ডনে পড়াশোনা করে বিশ্বমানের এই যোগ্যতা অর্জন করেছেন।
যোগাযোগের জন্য আকতার হোসেন (বাহার) এর ইমেইল: Akter.Hussein@outlook.com ফেসবুক: www.fb.com/akterhusseinacca
আজকের সময় প্রতিবেদক :