আজকের সময় ডেস্ক :
সাম্প্রতিক সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচরসহ বিভিন্ন এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এর কারণে অনেকেই ধারণা করছেন, এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির ফল বা পল্লী বিদ্যুৎ ইচ্ছে করে সরবরাহ দিচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো, জাতীয় গ্রিডে বর্তমানে বেজ লোড ও পিক লোড উভয় অবস্থায় মোটামুটি স্থিতিশীল সরবরাহ বজায় রয়েছে এবং উৎপাদন ও সরবরাহে উল্লেখযোগ্য কোনো ঘাটতি নেই।
জানা যায়, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। সুবর্ণচরসহ নোয়াখালীর অনেক সাব-স্টেশন (৩৩/১১ কেভি), ১১ কেভি ফিডার ও ডাউনস্ট্রিম ট্রান্সফরমারগুলো বহু পুরনো ও অপর্যাপ্ত, যেগুলোর rated capacity এবং thermal limit বর্তমানে বিদ্যুৎ চাহিদার তুলনায় অনেক কম। বিশেষ করে গ্রীষ্মকালীন তীব্র গরম ও কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়তি ফ্রিজ ও এসির লোড সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এতে করে এসব ডিভাইস বারবার ট্রিপ করছে, ট্রান্সফরমার overheat হয়ে পুড়ে যাচ্ছে—ফলে সৃষ্ট হচ্ছে ঘনঘন লোডশেডিং।
বর্তমানে load factor, demand factor এবং inductive reactive load (compressor ও AC motor load) এতটাই বেড়ে গেছে যে দুর্বল ডিস্ট্রিবিউশন সিস্টেমের পক্ষে তা সহ্য করা সম্ভব হচ্ছে না। তাই লোড একটু বাড়লেই সিস্টেম ট্রিপ করছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে, ও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।
এ সমস্যা সমাধানে এখন সময় এসেছে বিদ্যুৎ উৎপাদনের দিকে না তাকিয়ে ডিস্ট্রিবিউশন সিস্টেম রিইনফোর্সমেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। পুরনো ট্রান্সফরমার ও তারের replacement বা upgrade করা, স্থানীয় সাব-স্টেশন ও ফিডারের load flow analysis ও capacity augmentation করা। কারণ উৎপাদন যতই হোক, যদি সরবরাহ লাইনে bottleneck থাকে, তাহলে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছাবে না।
বিদ্যুৎ বিভাগ জানান, বর্তমানে বিশ্বব্যাংক ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (PGCB) যৌথ উদ্যোগে নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪১৫ কিমি নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণ, সাব-স্টেশন ও সিস্টেম আপগ্রেডের কাজ চলমান রয়েছে। প্রকল্পের সময়সীমা সম্প্রসারিত হয়ে ২০২৫ পর্যন্ত করা হয়েছে এবং অতিরিক্ত বাজেটও বরাদ্দ হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নোয়াখালী অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং ফিডার ট্রিপিং, লো ভোল্টেজসহ অন্যান্য সমস্যা অনেকাংশে কমে আসবে।
তথ্য সূত্রঃ পিডিবি, পিজিসিবি নোয়াখালী জোন।
Building Bridges of Friendship
প্রিন্সিপাল রশিদ আহমেদ শাহীনের সভাপতিত্বে ও এফবিএম ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মু. ইকবাল চৌধুরী, ফেনী কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল বারিক। বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় প্রতিবেদক আবদুল আজিজ সায়েম।