সংবাদদাতা :
তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাদরাসার কনফারেন্স রুমে অধিবেশন অনুষ্ঠিত হয়। তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রানার অধ্যক্ষ রশিদ আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্র্সার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ এজহারুল হক ।
সভায় উপস্থিত ছিলেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার নুর মোহাম্মদ আযমী, একাডেমিক কাউন্সিল সদস্য বক্তারমুন্সি ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আবসার ফারুকী, বসুরহাট ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ, পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মশিউর রহমান খোন্দকার, বিরিঞ্চি সুফিয়া নুরিয়া সিনিয়র আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মোঃ ইয়াছিন, ফেনী আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, ধর্মপুর ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল লতিফ, নোয়াখালী চাটখিল উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ আবু তাহের, দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি মাওলানা রশিদ আহমদ শাহীন, এডুকেশন সেক্রেটারি মাওলানা মাঈন ফয়সাল, দাগনভুইয়া আহমদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল হক নোমানী, ছাগলনাইয়া এনসিসি ব্যাংক অফিসার মুহাম্মদ মুজাম্মেল হক প্রমুখ।
সভায় একাডেমিক পাঠ্যসূচি ও কারিকুলাম নির্ধারণ করেন কাউন্সিলর সদস্যবৃন্দ।