এম শরীফ ভূঞা, ফেনী :
বোঝার উপায় নেই সময় টা মাঝরাত। হৈহুল্লোড় আর উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। গভীর রাতে ফেনী শহরের অন্য প্রান্ত সুনশান নিরব হলেও পৌরসভা অফিসের পাশে জেল রোডটি সরগরম, লোকে লোকারণ্য। প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা দেখতে বেশি ভীড় জমে এখানে। দিনের বেলায় যানবাহন চলাচলের সড়কটি যেন ২০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ।
ফেনী পুরাতন কারাগারের সামনে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্থাপন করেন ২৫ ফুটের বিশাল এলইডি। বিশাল এ পর্দার সামনে থেকে শুরু করে ফেনী পৌরসভার সামনে, পেট্রোল পাম্পের সামনে, স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ ছাড়িয়ে ট্রাংক রোড দোয়েল চত্বরমুখী সড়কেও লোকারণ্য।
জার্সি পরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনায় পুরো শহর যেন জেগে উঠেছে। একটু পর পরই চিৎকার করে উঠছেন দর্শকরা। রাতটা যেন উৎসবের রাতে পরিণত হয়েছে। ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখছে হাজার হাজার মানুষ। কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা উপভোগ করতে দুই ঘণ্টার জন্য এ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আর্জেন্টিনা ও ব্রাজিল দুপক্ষের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক ও আলোচনা।
দাহনভূঞা ইয়ুথ সোসাাইটির প্রকাশনা সম্পাদক আর্জেন্টিনা সমর্থক এটিএম আতিকুল ইসলাম বাদল বলেন, জয়ের পাশাপাশি সামনের খেলাগুলোতে টিম আর্জেন্টিনা নান্দনিক ফুটবল খেলে আগের মতো জয়ের ধারাবাহিকতায় ফিরে বিশ্বকাপ জয় করবে বলে প্রত্যাশা করছি।
মুরাদ চৌধুরী নামে আর্জেন্টিনার আরেক সমর্থক বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন অঘটনের মাধ্যমে শুরু হলেও আজকে আর্জেন্টিনা জিতবে। মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছে ২০০৪ সালে। এরপর অপরাজিত রয়েছে এখন পর্যন্ত। পরিসংখ্যান ও আমাদের পক্ষে কথা বলছে। সবকিছু মিলিয়ে লিওনেল মেসির শেষ বিশ্বকাপে এ জয়টা অবশ্যই প্রত্যাশিত। দল হয়ে খেলতে পারলে আগামী ২ ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা।
সানরাইজ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য কবি মু. ইকবাল চৌধুরী জানান, ফেনীর জনগণ সবসময় সাহিত্য-সংস্কৃতিতে এগিয়ে। চারবছর বিশ্বকাপ নিয়ে ফুটবল নিয়ে মেতেছে ফেনীর সব বয়সের মানুষরা। ফেনী পৌরসভার চমৎকার ব্যবস্থাপনায় সমর্থকরা উচ্ছ¡াসিত।
সৈয়দ আশরাফুল হক আরমান নামের আরেক আর্জেন্টিনা ভক্ত বলেন, ‘একজন বিশ্বসেরা খেলোয়াড়ের অপ্রাপ্তিই যেন মাইলফলক’ জয় পরাজয় একটাতো হবেই। কিন্তু এসব না ভেবে দৃঢ় বিশ্বাস আজ সেরা জয় দিয়েই এগিয়ে যাবে আর্জেন্টিনা।
ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সবাই মিলে বিশ্বকাপ দেখার আনন্দ উপভোগ করার মজাই আলাদা। এজন্য বড় পর্দায় খেলা দেখতে বিশাল এ এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এর মাধ্যমে ফেনীর ফুটবলপ্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। যার যার প্রিয় দলকে নিয়ে সবার আবেগ উত্তেজনা থাকবে, তবে সুশৃঙ্খলভাবে সবাই খেলা ও আনন্দ উপভোগ করবেন।
ফুটবল
পরশুরামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
মহি উদ্দিন , পরশুরাম, আজকের সময় :
পরশুরামে ২৮ জুন মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।
ফাইনাল খেলায় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কে এবং ধনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল কে ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।