Home » মুছাপুরে মাদকসেবীদের আতঙ্কের নাম যুবদল নেতা মুন্না

মুছাপুরে মাদকসেবীদের আতঙ্কের নাম যুবদল নেতা মুন্না

by ajkersomoy

নোয়াখালী প্রতিনিধি :

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন জনপ্রিয় যুবদল নেতা মো: মুন্না। দীর্ঘদিন থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার ভূমিকা রাখছে। মসজিদভিত্তিক মুসল্লীদের সচেতনতা কর্যক্রমও করছে। এলাকার সচেতন মুরব্বীদের পরামর্শে মুছাপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে চিহ্নিত মাদক করবারিদের সতর্ক করা হয়।

বেশ কয়েকটি মাদক স্পর্টে অভিযান করে মাদকসেবীদের পাকডাও করা হয়। আর এতেই ক্ষীপ্ত হয়ে সম্প্রতি মুন্নার উপর হামলা করা হয়। শুধু যুবদল নেতা মুন্না নয় আশপাশের পরিবারের সদস্য নারী শিশু কেউ নিরাপদ নয়। মাদকসেবীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। হামলায় এলাকাবাসীর পরমর্শে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

পুলিশ রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় যুবদল নেতা মুহিদ, সেচ্ছাসেবক দল নেতা মোহন, ছাত্রদল নেতা,রানা, মোহন, মানিক, সমাজসেবক ছরওয়ার মিয়া, মানিক মেম্বার সহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, গত ৪০ বছর ধরে অন্যের বসত ভিটায় আস্তানা করে আবদুর রউফ ভান্ডারি তার ছেলে ফকির ও পরিবারের অন্যান্য সদস্যরা গাঁজা ও ইয়াবা সহ নানান প্রকার মাদক বিক্রি করছে। মাদক বিক্রি ও সেবনে নিষেধ করলে প্রতিবেশীদের উপর হামলা করে ভয়ভীতি দেখায়। অন্যদিকে গভীর রাতে চুরি ডাকাতির ঘটনাও ঘটছে।

জানা যায়, এর আগে মাদকসহ হাতে নাতে পুলিশ ধরে নিয়ে গেলে কিছু দিন পর আবার বের হয়ে পূর্বের মত মাদক ব্যবসা চালিয়ে যায়। এদের যেন থামানোর কেউ নেই। সন্ধ্যার পর থেকে মাদক নিতে দূর দূরান্ত থেকে গভীর রাত পর্যন্ত অপরিচিত লোকজন আসতে থাকে এ এলাকায়। রাত যত গভীর হয় লোকজনের আনাগোনা তত বাড়তে থাকে।

স্থানীয় এলাকাবাসী অপরিচিত লোকজনদের ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা আর আসবে না বলে ক্ষমা চেয়ে চলে যায়। কিন্তু এরপরও চিত্র পাল্টে যায়নি। মাদকসেবী, ক্রেতা বিক্রেতা বাড়তে থাকে। উঠতি বয়সী তরুণ, কিশোর ও যুব সমাজ বিপথগামী হচ্ছে।

মুছাপুর যুবদলের অন্যতম নেতা মো: মুন্না জানান, আমার উপর যত হামলা হোক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো: কাউসার সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স। মাদক বিক্রির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের সিন্ডিকেট ভাঙতে আমরা কাজ করছি।

আরো খবর