প্রিয় ফেনীবাসী একটু পড়ুন প্লিজ। কুমিল্লা আমার জন্মজেলা হলেও ফেনী আমার প্রাণের জেলা। আপনারা জানেন আজ প্রায় ৩২ বছরের অধিক সময় আমি ফেনী জেলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি সমৃদ্ধির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি । অনেকেই মনে করেন আমার বাড়ি ফেনী জেলায় অথচ আমার এই লেখা দেখে অনেকে জানবেন আমার বাড়ি কুমিল্লা জেলায়। প্রিয় ফেনীবাসী একসময় আপনাদের মুরুব্বিরা ফেনীকে জেলা হিসাবে দেখে যেতে পারেনি নোয়াখালী ভেঙ্গে ফেনী হয়েছে।ছাগলনাইয়াসহ উপজেলা গুলো পৌরসভা ছিল না পৌরসভা হয়েছে। একসময় আটটি বিভাগ ছিল না সময়ের প্রয়োজনে আটটি হয়েছে।
আবার সময়ের প্রয়োজনে শুধু ফেনী নোয়াখালীর তিন জেলাকে নিয়ে আলাদা বিভাগের প্রয়োজনীয়তা দেখা দিবে এবং হবে নিশ্চয়ই একদিন ।
এখন কথা হলো আপনি চান আর না চান এই অঞ্চলের মানুষ ফেনী কুমিল্লাকে একসঙ্গে উচ্চারণ করে আবহমান কাল থেকেই । কখনো ফেনী চট্টগ্রাম বলে না। আবার কুমিল্লার বড় একটা অংশ ফেনী নোয়াখালীর ভাষায় কথা বলে । চট্টগ্রাম অঞ্চলের মানুষ ফেনী নোয়াখালীর মানুষকে ভইঙ্গা বলে গালি দিয়ে বলে- ” সোদানির ভইঙ্গা পোয়া চাক্কল আঁরার এডে না আইলে ইতারার পেডোত দানা ন পইরবো পায়াল্লার”। অথচ কুমিল্লার ৬৩ লক্ষ জনগণ কখনো আপনাদের সম্পর্কে এমন বাজে কথা বলেনি কোনদিন বরং আপনারাসহ অনেক জেলার লোকেরা নানান সময় নানান বাজে মন্তব্য করেছেন কুমিল্লা নিয়ে । এ নিয়ে আমাদের ক্ষোভও নেই কারণ ভালমন্দ মিলিয়ে তো মানুষ। মুলত আমরা আপনাদের মূল্যায়ন করি এভাবে শিক্ষা, সংস্কৃতি সচতন, সর্বোচ্চ রেমিট্যান্স সমৃদ্ধ, অর্থনৈতিক ও রাজনৈতিক সচেতন জেলা হিসাবে। আন্দোলন সংগ্রাম করার অধিকার গনতন্ত্র আপনাকে দিয়েছে কিন্তু ঠুনকো যুক্তি আর ইগোর কারণে কুমিল্লার ৬৩ লক্ষ মানুষের মনে আঘাত দিয়ে অপমান করে নিচের প্রায় ৪২ টি কাজ সম্পাদন করতে কোন না কোন সময় কুমিল্লায় যেতে হবে। তখন নিশ্চয়ই নিজের বিবেকের যন্ত্রণায় আপনাকে ভুগতে হবে যদি আপনি বোধ বুদ্ধি সম্পন্ন হন এই আমি হলফ করে বলে রাখলাম। মুলত এখন এমন ঠুনকো ও অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আন্দোলন করার সময় এখন নয়। ভঙ্গুর অর্থনীতি, সামনে জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিরতাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমত দরকার। এমন অরাজনৈতিক বিষয় নিয়ে আন্দোলন করলে মটকা মেরে থাকা সুযোগ সন্ধানীরা ভিতরে ডুকে নিজেদের অবস্থান তৈরি করার অপচেষ্টা চালাতে পারে এবং ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াসের চেষ্টা করবে বৈকি। আজ আমি এ কথাও বলে রাখছি আপনাদের প্রতিবাদ ও আন্দোলনের মুখে কুমিল্লা বিভাগ না হলে মুখে আপনি বিজয়ের হাসি দেখালেও আপনার অন্তর এক অব্যক্ত যন্ত্রণায় কুরেকুরে খাবে। আর হয়তো সেদিন আমি থাকবো না কিন্তু এ আন্দোলন ফেনী নোয়াখালীবাসী বিভাগ নিয়ে করে একে অপরকে অপমান অপদস্ত করবে কারণ আপনি যতটুকু করবেন সময় আপনাকে ঠিক ততটুকু ফেরত দিবে ইতিহাস তাই বলে। অবশেষে বলতে চাই আপনাদের মতো সমৃদ্ধশালী জেলা গুলোকে ভালবেসে গ্রহণ করে আমরা ধন্য হতে চাই। আপনাদের উদারতা ভালোবাসা পেয়ে আমরা চিরঋণী থাকতে হতে চাই। একদিন আপনারা এরচেয়ে বড় অপশন পেতে আমাদের সমর্থন থাকবে ইনশাআল্লাহ।আল্লাহ আপনাদের উত্তরোত্তর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যাক এ কামনা করছি।।
(ফৈফিয়ত: নীচের অংশ টুকু কপি পেস্ট করা ভুল ভ্রান্তি মার্জনীয় )
১)ফেনীর শিক্ষাবাের্ড কোথায়?(কুমিল্লা)
২) ফেনীর কর অঞ্চল কোথায়?(কুমিল্লা)
৩) ফেনীর সড়ক ও জনপথ জোন কোথায়?
(কুমিল্লা)
৪)ফেনীর আনসার ও ভিডিপি জোন কোথায়?
(কুমিল্লা)
৫)ফেনীর স্কাউট জোন কোথায়? (কুমিল্লা)
৬)ফেনীর কাস্টম,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
কোথায়? (কুমিল্লায়)
৭)ফেনীর হাইওয়ে পুলিশ জোন কোনটি?
(কুমিল্লা)
৮)ফেনীর কৃষি,সােনালী রূপালী ও অগ্রনী
ব্যাংকগুলাের জোনাল অফিস কোথায়?
(কুমিল্লায়)
৯)ফেনীর টিচার্স ট্রেনিং কলেজ কোথায়?
(কুমিল্লায়)
১০) ফেনীর নির্বাচন আঞ্চলিক জোন কোথায় কুমিল্লায়
১১) ফেনীর BNCC রেজিমেন্ট জোন কোথায় কুমিল্লায়
১২) ফেনীর প্রত্নতাত্রিক নিদর্শন জোন কোথায় কুমিল্লায়
১৪) ফেনীর পানি উন্নয়ন বোর্ড এর জোনাল অফিস কোথায় কুমিল্লায়
১৫) ফেনীর মৎস অধিদপ্তরের জোনাল অফিস কোথায় কুমিল্লায়
১৬) ফেনীর পলিটেকনিকাল রিজিওনাল অফিস কোথায় কুমিল্লায়
১৭: ফেনীর হাইওয়ে পুলিশ জোনের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায়
১৮) ফেনীর ভ্যাট অফিসের আঞ্চলিক জোনাল অফিস কোথায় কুমিল্লায়
১৯) ফেনীর BSTI এর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লা
২০) ফেনীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায়
২২: ফেনীর আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের এর জোনাল অফিস কোথায় কুমিল্লা
২৩) ফেনীর আমদানি রপ্তানি দপ্তরের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লার,
২৪) ফেনীর উন্মুক্ত বিশব্বিদ্যালয়ের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায়,
২৫) কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ফেনীর গ্যাস দেয়
২৬ ফেনীর বিভাগীয় ডাক অফিস কোথায় কুমিল্লায়
২৭) ফেনীর বিদেশগামীদের মেডিকেল টেস্ট করা হয় এর কুমিল্লায়
২৮) ফেনীর আঞ্চলিক শ্রম দপ্তর জোনাল অফিস কোথায় কুমিল্লায়
২৯) ফেনীর আঞ্চলিক প্রশিক্ষন কর্মকতার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর কোথায় কুমিল্লায়
৩০) ফেনীর কলখারখানা প্রতিসঠান পরিদর্শন অধিদপ্তরে কোথায় কুমিল্লায়
৩১) ফেনীর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কোথায় কুমিল্লা
৩২) ফেনীর আঞ্চলিক পরিচালক এর কার্যালয় ঙ।
৩৩: ফেনীর মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায়
৩৪) ফেনীর বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আঞ্চলিক কার্যালয় কোথায় কুমিল্লায়
৩৫) ফেনীর উপ-পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোথায় কুমিল্লায়।
৩৬) ফেনীর কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয় এর জোনাল অফিস কোথায় কুমিল্লা.
৩৭) ফেনীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কোথায় কুমিল্লায়
৩৮)ফেনীর মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট জেলা আঞ্চলিক গবেষণাগার অফিস কোথায় কুমিল্লায়।
৩৯) ফেনীর এস এফ ডি এফ আঞ্চলিক কার্যালয় কোথায় কুমিল্লায়,
৪০) ফেনীর আঞ্চলিক প্রশিক্ষাণ কর্মকতার কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর এর জোনাল অফিস কোথায় কুমিল্লায়
৪১) ফেনীর LGED এর আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লায়
৪২) ফেনীর বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক অফিস কোথায় কুমিল্লা।
কুমিল্লার ৪২ টি বিভাগীয় অফিসের অধীনে ফেনী , নোয়াখালি , চাদপুর, ব্রাম্মনবাড়িয়া, লক্ষীপুর ।
ফেনীর ভাইদের বলতে চাই, আপনারা অলরেডি
কুমিল্লার ৪২ টি বিভাগীয় অফিসের অধীনে। আপনারা না আসলেও কুমিল্লা বিভাগ হবে। তখন আপনাদের উপর দ্বৈত শাসন চলতেই থাকবে।কিছু কাজে চট্টগ্রাম আর বেশিরভাগ কাজেই কুমিল্লা দৌড়াতে হবে। এর চেয়ে শুধুমাত্র কুমিল্লামুখি হয়ে যান এটাই ভালাে হবে। ঢাকা কুমিল্লা কার্ড রেললাইন হয়ে গেলে কুমিল্লাতে এসেই ঢাকার ছোঁয়া পাবেন। কুমিল্লাকে বাংলাদেশের বিকল্প রাজধানীত তাে আর এমনেই বলা হচ্ছে না)।
আফসার আলাউদ্দিন।
কবি, প্রাবন্ধিক
রাগুসা, সিসিলি, ইতালি।