৩৩২
Delware Hossain, Ajker Somoy :
পবিত্র মদিনা থেকে ওমরাহ পালন করার উদ্দেশ্যে পরিবার সহ পবিত্র মক্কা যাওয়ার পথে গত ৩০ অক্টোবর রোজ সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত, আহত তিন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
নিহতরা হলেন ইফরা বিনতে রহমান(৮) হাফসা বিনতে রহমান(২) আহতদের জেদ্দা হসপিটালে ভর্তি করানো হয়েছে, রহমত উল্যাহ হেলাল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন জিয়াউল হক জিয়া বাড়ীর বাসিন্দা স্ত্রী ও তিন কন্যা সন্তান সহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মদিনা থেকে পবিত্র মক্কা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কন্যা সন্তান ঘটনাস্থলে নিহত হন এবং হেলাল ও তার স্ত্রী এক কন্যা সন্তান আহত অবস্থায় জেদ্দা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে ।
রহমত উল্যাহ হেলাল মদিনা পান্ডা সুপার মার্কেটের ষ্টোর ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।