সংবাদদাতা :
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে, জোট সভাপতি অ্যাডভোকেট বাদল দেবনাথ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদার এবং কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও কথামালায় জাতীয় শোক দিবসে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বরচিত কবিতা পাঠ করেন — কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী ; কবি মনজুর তাজিম ; কবি উত্তম দেবনাথ ; কবি মোঃ ইসহাক মজুমদার ;কবি সবুজ তাপস ; কবি নাস্রিন জেরিন সুলতানা ; অধ্যাপক মোঃ মিজানুল হক; কবি সুবীর সরকার দিলু ; কবি শাহ আলম; কবি স্বদেশ দত্ত ; কবি বিভীষণ বসাক;কবি জান্নাত আক্তার জাহান; কবি সহদেব দাস; কবি আলাদীন ইসলাম ; কবি রেহানা আক্তার প্রমুখ।
কথামালায় শ্রদ্ধা নিবেদন করেন –আইনুল কবির শামীম, সভাপতি – ফেনী পৌর আওয়ামী লীগ, শুকদেব নাথ তপন, ফেনী জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ উল্ল্যাহ ;মর্জিনা আক্তার, কবি অপূর্ব কুমার পাল, আফতাবুর রহমান কুমার ; আজমীর খান সুমন, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ফেনী জেলা; আব্বাস উদ্দিন মিলন,সদস্য, আওয়ামী লীগ ফেনী পৌরসভা শাখা ; তারেক আফতাব,সাংগঠনিক সম্পাদক, আওয়ামী যুব লীগ,ফেনী পৌরসভা শাখা ; দোলন দাস; মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলার সভাপতি মুন্না প্রমুখ।
কবিতা আবৃত্তিতে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন — সৈয়দ আশ্রাফুল হক আরমান ; মনিকা রায়; ইসমাইল হোসেন মিলন, পলক মজুমদার, দোলন বণিক, রাজন্যা বণিক, অহনা বনিক প্রমুখ।