Home » মানসিক প্রতিবন্ধী দাগনভূঞার জাকির নিখোঁজ

মানসিক প্রতিবন্ধী দাগনভূঞার জাকির নিখোঁজ

by aadmin
এম এম রহমান সোহেল, দাগনভূঞা :
গত দুই দিন আগে এই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো ফিরে আসে নাই,পারিবারিক সূত্রে জানা যায় ছেলেটি মানসিক প্রতিবন্ধী তবে সে সব সময় জগৎ তার নানার বাড়িসহ বিভিন্ন জায়গায় একা একা যায় কিন্তু চলেও আসে। কিন্তু গত দুই দিন বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে এবং মাইকিং করেও পাওয়া যাচ্ছেন না।
জাকির হোসেন, পিতা জয়নাল আবেদীন, গ্রাম দক্ষিণ করিমপুর, ৬ নং ওয়ার্ড, দাগনভূঞা সদর ইউনিয়ন, দাগনভূঞা, ফেনী দাগনভূঞা বাজার থেকে ফাজিলের ঘাট রোড থেকে তালতলী বাজার রোডে কাইমের গো বাড়ির দরজা আবদুল মুনাফের এর নতুন বাড়ি।
যদি কোন ব্যাক্তি ছেলেটিকে কোথাও দেখে থাকেন বা কোন সন্ধান পান দয়া করে এই ঠিকানায় পৌঁছে দেবেন অথবা এই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সন্ধান কারীকে উপযুক্ত সম্মান করা হবে। 01814530007, 01612735515

আরো খবর