Home » ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় খাদ্য বিতরণ

ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় খাদ্য বিতরণ

by আজকের সময়
আজকের সময় প্রতিবেদক :
অক্টোবর সেবা মাস -২০২২ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ফেনী,লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস,লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও ফেনী লিও ক্লাবের এর উদ্যোগে শিবপুর আল আমিন এতিমখানায় “খাদ্য বিতরণ”।
এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৪ বস্তা চাউল, ১ বস্তা আলু,১ বস্তা পেয়াজ, ১ বস্তা মসুর ডাল,তৈল,লবণ ইত্যাদি উপহার তুলে দেন লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
এসময় লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“মানুষের কল্যাণসংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা”

আরো খবর