Home » পদ্ম – মামুন আশ্রাফ

পদ্ম – মামুন আশ্রাফ

by আজকের সময়

চলন বিলে পদ্ম ফুটিলো

গগনে উঠিলো শশী;
তটিনী হাঁসে তার আবাসে
আমি কুলেতে একা বসি।

কল্লোলে আজ ধ্বণীপূর্ণ
পাতিয়া রাখিযে কান;
হিমেল পরশে বিষ মাখা
হিয়া পিরে পায় যেন প্রাণ ।

চাঁদনি প্রোসর রাত আজি
গগনে চাঁদ উঠে হাঁসি;
ডেউয়ের তালে পদ্ম যেন
বলে তোমায় ভালোবাসি ।

রজনী আজি জোছনা মাখা
নদীর স্রোতে পাতিয়া কান;
হারিয়েছি আমি স্বপ্ন ভেলায়
শুনি কলকাকলির গান।

ভুলিয়া আজি বেদনার বীণ
যাবোনা ঘরে আমি নিশাচর;
স্রোতস্বিনী মোরে গান শুনাবে
সঙ্গী হবে ঐ নিশাকর।

গগন ছেদিয়া তারার অংশু
ঝিকিমিকি করে স্রোতে;
তটিনীর বুকে পদ্ম হাসে
এযেন মোর লাগিয়া ফোটে।

– মামুন আশ্রাফ
বামনীয়া,  ৩ নং ওয়ার্ড, কোম্পানীগঞ্জ,  নোয়াখালী

আরো খবর