সংবাদ বিজ্ঞপ্তি , আজকের সময় :
দৈনিক ফেনী সাহিত্য সাময়িকী নন্দকানন ৫০তম সংখ্যা প্রকাশ উপলক্ষে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) সকালে দৈনিক ফেনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর তায়বুল হক। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ফেনী সিটি কলেজ অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, গবেষক ও শিক্ষাবিদ ড. মেহেদী হাসান, প্রবীন সাংবাদিক আবু তাহের, মাহবুব উল আলম, শিক্ষাবিদ ও কবি শিখা সেন গুপ্তা।
বক্তারা শিল্পসাহিত্যে ফেনীর গৌরবময় অতীত তুলে ধরেন। নন্দকানন ফেনীর সাহিতচর্চায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন।
দৈনিক ফেনী প্রকাশক ও সম্পাদক আরিফুল আমীন রিজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সম্পাদক আলমগীর মাসুদ। সাহিত্য আলোচনায় কবিতা পাঠ করেন কবি সবুজ আহমেদ, সালেহা খানম, উত্তম দেবনাথ, মোজাম্মেল হোসেন, রাবেয়া সুলতানা এবং বিভীষণ বসাক।
নন্দকানন ও ফেনীর সাহিত্য প্রসঙ্গে বক্তব্য রাখেন কবি ওবায়েদ মজুমদার, ইকবাল আলম, দেবব্রত সেন, মোহাম্মদ সফিউল হক। ফেনীর সংবাদপত্রে সাহিত্য প্রসঙ্গে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ আবু তাহের, আসাদুজ্জামান দারা, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদার, দৈনিক আমার ফেনী প্রকাশক ও সম্পাদক জমির বেগ।
সাহিত্য আলোচনায় আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক শাহাদাত মাহমুদ সিদ্দিক, আফসার আলাউদ্দিন, কাঞ্চি সাহিত্য কাগজের সহযোগী সম্পাদক হানিফ মজুমদার, সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজীব সরোয়ার, কবি ও লেখক আবদুস সালাম ফরায়জী, কবি আর কে শামীম পাটোয়ারী,পানসী সাহিত্য সাময়িকী সম্পাদক বকুল আকতার দরিয়া, কবি রাবেয়া সুলতানা, তরুণ লেখক ইমরান ইমন, কবি দীপঙ্কর শীল প্রমুখ।
এসময় দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, সময় টিভি জ্যেষ্ঠ সহযোগী প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক বণিকবার্তা ফেনী প্রতিনিধি নূরউল্ল্যাহ কায়সার, দৈনিক মানব জমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক স্টারলাইন প্রতিবেদক আবদুল আজিজ ফয়সাল।