দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঈন উদ্দিন ভূঞাবাড়িতে খাবার খেয়ে নারী-শিশুসহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পর দিন রোববার সকালে বাড়ির লোকজন তাদের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে এসে দেখেন পরিবারে সদস্যরা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। ঘটনাটি শনিবার রাতে যে কোনো সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাতের কোনো একসময়ে কৌশলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেন ও কবির আহমদের বসতঘরে খাবারের সঙ্গে চেতনাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন।
হাসপাতালে চিকিৎসাধীন বাড়ির সদস্যরা হলেন গৃহকর্তা আনোয়ার হোসেন (৫০), স্ত্রী শাহেনা আক্তার (৩৫), ছেলে জহিরুল ইসলাম (২১), আসিফ (১৯), মেয়ে লিজা (১৬), মুনতাহা (১), শিমুল আক্তার, আতিকুর রহমান, তানজিম।
খবর পেয়ে স্থানীয় কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্যাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ঘরের মূল্যবান সম্পদ চুরি করতে এমন ঘটনা ঘটতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।
দূর্বৃত্তদের চেতনানাশক খাবার খেয়ে অজ্ঞান ৯ জন
১৪৪