ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে জামাই জহির আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। জহির দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া গ্রামের আলম মেম্বার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার সময় দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে আত্মহত্যা করেন জহির। তিনি শ্বশুর আমিন উল্যার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যার খবর পেয়ে বাড়ির একটি রুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত জহির আহাম্মদের স্ত্রীর ভাই দেলোয়ার হোসেন জানান, জহির আহাম্মদ দীর্ঘদিন সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। কযেক দিনের মধ্যে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানোর কথা ছিল। কিন্তু জহিরের পরিবার সিজোফ্রেনিয়ার রোগের বিষয়টি অস্বীকার করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।