১২৪
আজকের সময় রিপোর্ট :
১৮ ফেব্রুয়ারী শনিবার বিকেলে ঢাকা বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে বহুমূখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর পক্ষ থেকে সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানবতার পাশে ব্লাংকেট ও ডেডবডি কভারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ভালবাসার উপহার হিসেবে প্রদান করা হয়। এসব সামগ্রী গ্রহণ করেন তুরস্ক দূতাবাসের অফিসার ইনচার্জ। এসময় উপস্থিত ছিলেন – আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, সচিব স ম হামেদ হোসাইন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, সমাজকল্যাণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী রুবেল, ইসলামিক ফ্রন্ট নেতা আশফাকোদ্দৌলা খান, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার, একেএমবির অফিস সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।