নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ ব্যবসা ও হয়রানী মুক্ত গ্রাহক সেবা নিশ্চিত এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠন করার লক্ষ্যে ফেনীতে আত্মপ্রকাশ ঘটেছে ফেনী ট্রাভেল এজেন্সি ওনার্স এসোসিয়েশন বা ( TAOAF) ।
গত শনিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ কিছু উদ্দমী সাহসী তরুণ মেধাবী শিক্ষিত ব্যবসায়ীদের সমন্বয়ে ট্রাভেল ব্যাবসায়ী ও গ্রাহকদের কল্যাণে এ আহবায়ক কমিটি কমিটি ঘোষনা করা হয়। এতে হাই ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাংবাদিক লায়ন জাফর উল্লাহ কে আহবায়ক ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রোটারীয়ন এস আলম ভূঁঞাকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক- আনাস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ভুঞা। ,যুগ্ন আহবায়ক আবদুর রহমান – রহমান ট্রাভেলস। –যুগ্ন আহবায়ক- মনছুরুল করিম তুহিন, ব্রাদাস ইন্টারন্যাশনাল। যুগ্ন আহবায়ক- আহসান উল্লাহ- মাস্টার ট্রাভেলস।যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, ছনুয়া ইন্টারন্যাশনাল। এ ছাড়া সদস্য করা হয় নুর উদ্দিন রিয়াজ- নুর ইন্টারন্যাশনাল। মোঃ জাহিদ হোসেন -তাশরিফ ইন্টারন্যাশনাল। মোঃ আলী মিল্লাত -আল সাফা ট্রাভেলস। কাজী শাহ জাহান হোসেন- ফেনী আল মদিনা ট্রাভেলস।এমরান মজুমদার -স্টার মিশন ট্রাভেল। আবদুল হালিম,লন্ডন বাংলা ট্রাভেলস।মোঃ ওসমান গনী, ফ্লাইনাস এয়ার ট্রাভেলস প্রমুখ। কমিটি আগামী এক থেকে দু মাসের মধ্যে একটা একটা পূনাঙ্গ কমিটি ঘোষনা দিবেন। মিজানুর রহমান ভুঞার সভাপতিত্বে ও এস আলম ভূইয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত ট্রাভেল এজেন্সির মালিকগন উপস্থিত ছিলেন।এ কমিটি ফেনী জেলার মধ্যে সু-সংঘঠিত হয়ে একটা ঐক্যবদ্ধ ট্রাভেল এজেন্সির প্লাটফর্ম তৈরি করবেন বলে সবাই প্রত্যাশা ব্যাক্ত করেন।