Home » কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

by ajkersomoy

আজকের সময় প্রতিবেদক :

নিষিদ্ধ সময়ের মধ্যে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বুধবার (৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত বামনীয়া নদীর চরফকিরা ও চরএলাহী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর